২৭০০ বিদ্যুচ্চালিত গাড়ি প্রত্যাহার করছে টয়োটা

প্রকাশ: জুন ২৬, ২০২২

বণিক বার্তা ডেস্ক

টয়োটা হাজার ৭০০ বিদ্যুচ্চালিত গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিজেডফোরএক্স মডেলের গাড়িগুলো যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় চাকা খুলে দুর্ঘটনায় পড়তে পারে। এজন্য বাজারে ছাড়ার দুই মাসের মধ্যে প্রত্যাহার করে নেয়া হচ্ছে গাড়িগুলো। খবর বিবিসি।

গতকাল টয়োটার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ জাপানে গাড়িগুলো বাজারজাত হয়েছিল। জননিরাপত্তার স্বার্থে গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে। অটোমোবাইল কোম্পানি সুবারুও হাজার ৬০০ ইউনিট গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। টয়োটার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি গাড়িগুলো ঠিক একই কারণে প্রত্যাহার করা হচ্ছে।

টয়োটার একজন মুখপাত্র বলেন, চলন্ত অবস্থায় চাকা খুলে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারাবেন। ঘটতে পারে দুর্ঘটনা। সমস্যার সমাধান না করা হলে কেউ গাড়ি চালাতে আগ্রহী হবেন না।

তবে বিজেডফোরএক্স মডেলের সব গাড়ি বাজার থেকে প্রত্যাহার করা হচ্ছে না। ঠিক কত ইউনিট মডেলের গাড়ি তৈরি করা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি টয়োটা। সম্প্রতি জাপানের নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থাকে গাড়ির যান্ত্রিক ত্রুটির বিষয়টি অবহিত করেছে টয়োটা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫