এখনো লোকসান কাটিয়ে উঠতে পারেনি কার্নিভাল

প্রকাশ: জুন ২৬, ২০২২

মার্চ-মে সময়েও ১৮৩ কোটি ডলারের লোকসানের মুখোমুখি হয়েছে কার্নিভাল। তবে ভ্রমণ বাড়ায় গত বছরের একই সময়ের তুলনায় লোকসানের পরিমাণ কিছুটা কমেছে বলে জানিয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রমোদতরী পরিষেবা সংস্থাটি। গত তিন মাসে কার্নিভালের শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ডলার ৬৪ সেন্টে। গত বছরের একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ডলার ৮০ সেন্ট। কভিডজনিত ভ্রমণ নিষেধাজ্ঞায় দুই বছর ধরে লোকসান গুনছে ক্রুজ সংস্থাগুলো। বর্তমানে নিষেধাজ্ঞা শেষে ভ্রমণ বাড়ায় লোকসান কাটিয়ে সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫