নিজের কাছে সর্বোচ্চ ১০ হাজার ডলার রাখার নীতিমালা শ্রীলংকার

প্রকাশ: জুন ২৫, ২০২২

বণিক বার্তা অনলাইন

শ্রীলংকার নাগরিক কিংবা দেশটিতে অবস্থানকারী কোন ব্যক্তি নিজের কাছে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা তার সমমানের বৈদেশিক মুদ্রা রাখতে পারবেন  এর আগের নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ১৫ হাজার ডলার রাখতে পারতেন শ্রীলংকায় অবস্থানকারীরা খবর কলম্বো গ্যাজেট

শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০১৭ সালে পাশ হওয়া ফরেন এক্সচ্যাঞ্জ অ্যাক্টের অনুচ্ছেদের আওতায় নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী এর উদ্দেশ্যে হচ্ছে সাধারণ মানুষের হাতে থাকা নগদ বৈদেশিক মুদ্রা আনুষ্ঠানিক ব্যাংক ব্যবস্থায় নিয়ে যাওয়া

যাদের কাছে নির্ধারিত ১০ হাজার ডলারের অতিরিক্ত অর্থ রয়েছে তাদের জন্য ১৪ কর্মদিবসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে সময়ের মধ্যে শ্রীলংকার কোন নাগরিক কিংবা দেশে অবস্থানরত ব্যক্তির জন্য দুটো সুযোগ রয়েছে এক. তাদেরকে নিজেদের পার্সোনাল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বা বিজনেস ফরেন কারেন্সি অ্যাকাউন্টে অর্থ ডিপোজিট করতে হবে  দুই. অথরাইজড ডিলার যেমন কোন লাইসেন্সধারী বাণিজ্যিক ব্যাংক বা ন্যাশনাল সেভিংস ব্যাংকে বিক্রি করে দিতে হবে

সাধারণ ক্ষমার সময়সীমা অতিক্রান্ত হলে, অতিরিক্ত বৈদেশিক মুদ্রাধারী ব্যক্তির বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫