প্রস্তুত পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ, আসছেন অতিথিরা

প্রকাশ: জুন ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী মঞ্চ। এই ভেন্যুতে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে মঞ্চে প্রবেশ করতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

 

ভেন্যু এলাকার নিরাপত্তায় তত্পর রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 

উদ্বোধন ঘোষণার পর বেলা ১১টা ১০ মিনিটে সেতুর টোল প্লাজার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। টোল দেয়ার পর সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচন করবেন। এরপর তিনি চলে যাবেন সেতুর জাজিরা প্রান্তে। সেখানে আরেকটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল উন্মোচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫