পদ্মা সেতুর উদ্বোধন

মাদারীপুরের সমাবেশস্থলে জড়ো হচ্ছেন মানুষ

প্রকাশ: জুন ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ  সমাবেশকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন মানুষ


আজ দুপুরে শুরু হবে সমাবেশের মূল কার্যক্রম বেলা ১২টায় উপস্থিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তবে এরই মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে প্রবেশ করেছেন

 

সরেজমিনে দেখা গিয়েছে, ভোর থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের অংশ বিভিন্ন আঞ্চলিক সড়ক দিয়ে বাস, ট্রাক অটোরিক্সা বা পায়ে হেটে জনসভাস্থলের দিকে আসছেন নেতাকর্মীরা আবার নৌ-পথে লঞ্চে করে ঘাটে এসে ভিড়ছেন সমাবেশে অংশ নিতে আসাদের একটি অংশ সমাবেশের প্রবেশপথগুলোয় সৃষ্টি হয়েছে মানুষের লম্বা সারি

খুলনা থেকে সমাবেশে যোগ দিতে এসেছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড় তিনি বণিক বার্তাকে জানান, নানা বাধা মোকাবেলা করে আমাদের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু নির্মান সম্পন্ন হয়েছে এই সেতু আমাদের সক্ষমতার প্রতীক উদ্বোধনের এই আয়োজনে সামিল হতেই খুলনা থেকে এসেছি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫