দাম বাড়ছে হিরো মোটরসাইকেলের

প্রকাশ: জুন ২৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

মোটরসাইকেল স্কুটারের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে হিরো মোটর করপোরেশন। ভারতের বৃহত্তম দুই চাকার যানবাহন নির্মাতা প্রতিষ্ঠানটির প্রতিটি মোটরসাইকেল স্কুটারের দাম তিন হাজার রুপি করে বাড়বে। খবর দ্য প্রিন্ট। 


একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী জুলাই থেকে হিরোর শোরুমগুলোয় নতুন দাম কার্যকর হবে। নির্দিষ্ট মডেল বাজার ভেদে গাড়িগুলোর দাম বাড়বে। মূলত কাঁচামালের দাম বৃদ্ধি ক্রমবর্ধমান মূল্যস্ফীতি মোকাবেলায় মোটরসাইকেল স্কুটারের দাম বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।


হিরো ভারতের বৃহত্তম মোটরসাইকেল স্কুটার উত্পাদনকারী প্রতিষ্ঠান। গত মাসে সংস্থাটি লাখ ৮৬ হাজার ৭০৪ ইউনিট গাড়ি বিক্রি করেছে। সংখ্যা আগের মাসের তুলনায় ১৬ শতাংশ বেশি। এপ্রিলে সংস্থাটি লাখ ১৮ হাজার ৬২২ ইউনিট মোটরসাইকেল স্কুটার বিক্রি করেছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫