সংসদে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার প্রস্তাব বাতিলের দাবি

প্রকাশ: জুন ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাবিত বাজেটে বিদেশে পাচারকৃত টাকা কর দিয়ে দেশে ফিরিয়ে আনার প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

গতকাল জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে দাবি জানান ইনু।

তিনি তার বক্তব্যে দেশের টাকা পাচারকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমানের সাক্ষাৎ শিষ্য বলে দাবি করেন। ইনু বলেন, এরা ডাবল চোর। এরা দেশের ভেতরে একবার চুরি করে, বিদেশে টাকা পাচার করে আরেকবার চুরি করে। দেশে এই ডাবল চোরদের ধরার জন্য আইন আছে, মামলাও আছে।

সরকারি দলের সংসদ সদস্য রফিকুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেট একটি মডেল বাজেট। আওয়ামী লীগ সরকার অত্যন্ত সফলতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি দরিদ্র অতিদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়ার প্রস্তাব করেন।

সরকারি দলের আরেক সংসদ সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি স্লোগান দিচ্ছে৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এটা স্লোগান নয়, এটা তাদের মনের কথা। তারা স্বীকার করে নিচ্ছে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫