মালয়েশিয়াকে ৬ গোল দিল বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: জুন ২৪, ২০২২

ক্রীড়া প্রতিবেদক

দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেই গোল উৎসব করল বাংলাদেশের মেয়েরা। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মালয়েশিয়াকে - গোলে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

ম্যাচের ৩০ মিনিটে আঁখি খাতুন, ২৬ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন, ৪৫ মিনিটে সিরাত জাহান স্বপ্না, ৬৭ মিনিটে মনিকা চাকমা ৭৪ মিনিটে কৃষ্ণা রানী সরকার গোল করেন।

নিজেদের মাঠের চেনা আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত এই ম্যাচে আধিপত্য করেই জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল। মারিয়া মান্দার কর্নার থেকে ছুটে আসা বলের ফ্লাইট মিস করেন মালয়েশিয়ার গোলকিপার, তখন গোললাইন থেকে পা লাগিয়ে গোল করেন আঁখি। এরপর ফরওয়ার্ড স্বপ্নার বাড়ানো বলটি দারুণ দক্ষতায় রিসিভ করার পর ডান পায়ের শটে গোল করেন সাবিনা। দুই গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ। সাবিনার ক্রসে গোলমুখে দাঁড়িয়ে নিজের দ্বিতীয় দলের তৃতীয় গোল করেন আঁখি। ৪৫ মিনিটে সাবিনার পাস থেকে গোল করে দলকে -০তে এগিয়ে দেন স্বপ্না। 

ফিফা নারী ফুটবল র‌্যাংকিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮৫, আর বাংলাদেশ ১৪৬তম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫