স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মহিলা আ’লীগ নেত্রীর

প্রকাশ: জুন ২৪, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিশাত আহমেদ খান তার স্বামী মিনহাজুর রহমানের বিরুদ্ধে প্রতারণা, শিশুপুত্রকে অপহরণ চেষ্টা, বাসা থেকে উচ্ছেদ, অর্থ আত্মসাৎ, হত্যার হুমকি হয়রানির অভিযোগ এনেছেন। গতকাল কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এসব অভিযোগ তুলে ধরে নিজের সন্তানের জীবনের নিরাপত্তা চেয়েছেন। লিখিত বক্তব্যে নিশাত আহমেদ খান বলেন, ২০১৩ সালে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা মৃত খাজা আহমেদ খানের ছেলে লন্ডনপ্রবাসী মিনহাজুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের চার বছরের একটি ছেলে রয়েছে। নিশাত বলেন, কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের এক শীর্ষ নেত্রীর সঙ্গে যোগসাজশ করে মিনহাজ তার বিয়ে সন্তানকে অস্বীকার করছেন। তবে মিনহাজুর রহমানের দাবি নিশাতের সঙ্গে তার বিয়ে হয়নি, সন্তানও নেই। বিয়ের কাবিনটি ভুয়া।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫