আইইউবি

খাদ্য হিমাগারের নকশা করে স্বর্ণপদক পেল দুই শিক্ষার্থী

প্রকাশ: জুন ২৪, ২০২২

সৌরশক্তিচালিত খাদ্য হিমাগারের নকশা করে যুক্তরাজ্যের এফিশিয়েন্সি ফর অ্যাকসেস ডিজাইন চ্যালেঞ্জ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের চার শিক্ষার্থী। সম্প্রতি ভার্চুয়াল গ্র্যান্ড ফাইনালে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে দুই আয়োজক সংগঠন এফিশিয়েন্সি ফর অ্যাকসেস কোয়ালিশন ইঞ্জিনিয়ার্স উইদাউট বর্ডার্স ইউকে

স্বর্ণজয়ী মো. সাদিক আবদাল তাশফিয়া তাহসিন আইইউবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। অপর দুজন যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী আলী আহমেদ নূর বেন গাইয়েদ। পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য জ্বালানি সাশ্রয়ী হিমাগারের নকশা করেছেন তারা। সৌরশক্তি দ্বারা আইস ব্যাংক চালিয়ে খাদ্যদ্রব্য সংরক্ষণের উপায় বের করেছেন তারা। পদ্ধতিতে অপচয় রোধ করে কৃষকদের আয় বাড়ানো সম্ভব হবে।

প্রতিযোগিতাটির মূল পৃষ্ঠপোষক নেদারল্যান্ডস-ভিত্তিক সংগঠন আইকেইএ ফাউন্ডেশন। বিভিন্ন দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫