শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

প্রকাশ: জুন ২৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমণ ক্রমেই বাড়ছে। প্রায় চার মাস পর চলতি মাসে ফের সংক্রমণ হাজার ছাড়িয়েছে। সংক্রমণের এমন ঊধ্বগতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

সহকারী পরিচালক রূপক রায়ের সই করা অফিস আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তাররোধকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরাধীন অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস-শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণে শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। মোট ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৯ জন। এ সময়ের মধ্যে কভিড-১৯ রোগে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে সুস্থ হয়েছে ১২৭ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫