লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: জুন ২৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ১১৫ কোটি লাখ ৮৩ হাজার ৯২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌর মেয়রের বাসভবন-সংলগ্ন জনতার ঘর- বাজেট ঘোষণা করেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

বাজেটে রাজস্ব খাতে ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে ৭০ কোটি ২৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৩৩ হাজার ৯২৬ টাকাসহ সর্বমোট আয় ধরা হয়েছে ১১৫ কোটি লাখ ৮৩ হাজার ৯২৬ টাকা। বাজেটে ১০টি খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা। বাজেটে পরিবেশ, পানি সরবরাহ স্যানিটেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কভিড-১৯সহ ১৭টি উন্নয়নকাজ করা হবে।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর- আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর--আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল করিম, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫