২৯০ কোটি ডলারে ক্লিফকে কিনছে ক্যাডবেরি

প্রকাশ: জুন ২৩, ২০২২

বণিক বার্তা ডেস্ক

মার্কিন এনার্জি বার নির্মাতা ক্লিফ বার অ্যান্ড কোম্পানি কেনার ঘোষণা দিয়েছে আইকনিক ব্রিটিশ চকোলেট ব্র্যান্ড ক্যাডবেরির মালিকানা প্রতিষ্ঠান। ২৯০ কোটি ডলারে অধিগ্রহণ সম্পন্ন করবে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল। খবর বিবিসি।

মন্ডেলেজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, চুক্তিটি স্ন্যাক ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে সহায়তা করবে। মার্কিন খাদ্য পানীয় জায়ান্ট আইডাহো ইন্ডিয়ানার কারখানায় ক্লিফের পণ্যগুলো তৈরি করবে।

গত মার্চে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের প্রভাব নিয়ে সতর্ক করেছিল মন্ডেলেজ। সম্প্রতি এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, অধিগ্রহণের পর স্ন্যাক বার ব্যবসার মূল্য ১০০ কোটি ডলারেরও বেশি বাড়িয়ে দেবে। ক্যালিফোর্নিয়ার ইমেরিভিল থেকে ক্লিফের ব্যবসা পরিচালনা করা হবে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রধান নির্বাহী ডার্ক ভ্যান ডি পুট বলেন, আমরা ক্লিফ বার অ্যান্ড কোম্পানির ব্র্যান্ড এবং কর্মীদের মন্ডেলেজ আন্তর্জাতিক পরিবারে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত। লেনদেন চকোলেট বিস্কুটসহ স্ন্যাক ব্যবসার ভবিষ্যৎ নেতৃত্ব দেয়ার জন্য আমাদের উচ্চকাঙ্ক্ষা আরো এগিয়ে নেবে। আমরা আমাদের উচ্চ মুনাফার স্ন্যাক ব্যবসাকে আরো বিস্তৃত করে চলেছি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫