শিল্পশ্রমিকদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেনে ‘সারথী’

প্রকাশ: জুন ২৩, ২০২২

দেশের অন্তত দুই লাখ পোশাক শিল্পশ্রমিক এবং তাদের এলাকাবাসীদের আনুষ্ঠানিক আর্থিক লেনদেনের আওতায় আনতে মাইক্রোক্রেডিট স্কিমের অধীনে দেশে চালু হলো সারথী বাংলাদেশ সরকারের ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজির (এনএফআইএস) আওতায় আগামী ২০২৪ সালের মধ্যে ব্যাংক হিসাবের বাইরে থাকা প্রাপ্তবয়স্কদের আর্থিক অন্তর্ভুক্তির অধীনে নিয়ে আসতে যৌথ উদ্যোগ নিয়েছে সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ মেটলাইফ ফউন্ডেশন।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক প্রজ্ঞা পারমিতা সাহা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেটলাইফ ফাউন্ডেশনের সহকারী ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণ ঠাকুর, সিইও আলা আহমেদ, সুইসকন্টাক্ট দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক মনীশ পান্ডে এবং সুইসকন্টাক্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতি: তৈরি পোশাক কর্মীদের সুযোগ তৈরি বিষয়ক আলোচনায় সভায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ রাশেদ, বিজিএমইএ পরিচালক আসিফ ইব্রাহিম, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বেস্টসেলারের রেসপনসিবল সোর্সিং, সোশ্যাল লেবার ম্যানেজার জাহাঙ্গীর আলম, ব্যাংক এশিয়ার ডিএমডি মো. জিয়াউল এইচ মোল্লা, বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ।

উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ৭১ শতাংশ জনগোষ্ঠী ডিজিটালভাবে লেনদেনের আওতাভুক্ত হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫