প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে থেকে ৭৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিডিং আগামী ৪ জুলাই বিকাল ৫টায় শুরু হবে, যা চলবে ৭ জুলাই বিকাল ৫টা পর্যন্ত। এ বিডিংয়ে অংশ নিতে যোগ্য বিনিয়োগকারীদের (ইআই) ৩ কোটি টাকা ও পেনশন ফান্ড, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডের দেড় কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ থাকতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮২৬তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।