শেয়ার বেচবেন দুই ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালক

প্রকাশ: জুন ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উদ্যোক্তা মনোনীত পরিচালক কিছুসংখ্যক শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ডিএসইর মাধ্যমে তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।

মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা বিলকিস বেগম তার কাছে থাকা শেয়ারের মধ্য থেকে লাখ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমানে উদ্যোক্তার কাছে ব্যাংকটির ১৮ লাখ ৯১ হাজার ৯৮২টি শেয়ার রয়েছে।

ইবিএল: ব্যাংকটির অন্যতম মনোনীত পরিচালক সেলিনা আলী তার কাছে থাকা শেয়ারের মধ্য থেকে কোটি ৫৫ লাখ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন তিনি। বর্তমানে উদ্যোক্তার কাছে ব্যাংকটির কোটি ৬৮ লাখ ৫৭ হাজার ৭৭১টি শেয়ার রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫