ইউরোপের দুই দেশ মাতাতে যাচ্ছেন জেমস

প্রকাশ: জুন ২১, ২০২২

ফিচার প্রতিবেদক

প্রায় এক যুগ ভক্তদের নতুন গান উপহার দেননি নগর বাউল জেমস। তার পরও ভক্তদের ভালোবাসায় কমতি পড়েনি। এখনো দেশের মাটিতে তার কনসার্ট মানে উপচে পড়া ঢল। পুরনো গান দিয়েই দেশের মাটিতে নিয়মিত কনসার্টে অংশ নিয়ে ভক্ত-শ্রোতাদের মাতিয়ে যাচ্ছেন নগর বাউল। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার বিদেশের ভক্তদের গান শোনাতে প্যারিস হল্যান্ড যাচ্ছেন জেমস। জানা গেছে, ২৬ জুন ফ্রান্সের রাজধানী প্যারিসের স্তা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফ্রাঙ্কো-বাংলা ফ্রেন্ডশিপ কনসার্ট- গাইবেন পাগলা হাওয়ার শিল্পী। প্যারিসের কনসার্ট শেষ করে পরদিন ২৭ জুন জেমস গাইবেন হল্যান্ডের আমস্টারডামের এক কনসার্টে। দুটি কনসার্টে অংশ নেয়ার জন্য ২৪ জুন ঢাকা ছাড়ছেন রকস্টার। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন। জেমস জানান, এর আগে সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে গান গাইতে প্যারিসে গিয়েছিলেন। আয়োজনটি প্যারিসের বন নবেল মিলনায়তনে করা হয়েছিল। এবারই প্রথম হল্যান্ডে গাইতে যাচ্ছেন তিনি। আয়োজন নিয়ে জেমস বলেন, প্যারিস হল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের সামনে গাইব। বরাবরই এমন আয়োজনে গাইতে ভালো লাগে। এবারো তেমন প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আয়োজন করে কোনো কিছু জানাতে ভালো লাগে না। ২০১৫ সালে প্যারিসে গান পরিবেশন করেছি। কিন্তু এবারই প্রথম হল্যান্ডে গাইব। সংগীত সফর শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।

১২ বছর পর গত ঈদে মুক্তি পায় জেমসের নতুন গান। আপাতত দেশ দেশের বাইরের কনসার্টগুলো নিয়ে ব্যস্ত জেমস। ইউরোপ থেকে ফিরে এসে দেশেও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন। এর বাইরে কোনো কাজের ব্যাপারে মুখ খুলতে চাননি তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫