প্রযুক্তি খাত ও সেমিকন্ডাক্টর সরবরাহ চেইন

৩ হাজার কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনা ভারতের

প্রকাশ: জুন ১৮, ২০২২

বণিক বার্তা ডেস্ক

তথ্যপ্রযুক্তি খাত পুনর্গঠন, চিপের জন্য বিদেশী প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি নিজস্ব উৎপাদন বাড়াতে হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা নিয়েছে ভারত। সম্প্রতি নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাত্কারে দেশটির এক শীর্ষ কূটনীতিক তথ্য নিশ্চিত করেন। খবর ইটিটেলিকম।

ইন্ডিয়া-তাইপে অ্যাসোসিয়েশনের মহাপরিচালক গৌরাঙ্গলাল দাস বলেন, অভ্যন্তরীণ পর্যায়ে সেমিকন্ডাক্টর, ডিসপ্লে, অ্যাডান্সড কেমিক্যাল, নেটওয়ার্কিং অ্যান্ড টেলিকম যন্ত্রাংশের পাশাপাশি ব্যাটারি ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন বাড়াতেই বিনিয়োগ কার্যক্রম। সেমিকন্ডাক্টরের চাহিদা দিন দিন বাড়ছে। মূলত পুরো বিশ্বের তুলনায় ভারতে চিপের চাহিদা প্রায় দ্বিগুণের কাছাকাছি বাড়ছে। ২০৩০ সাল নাগাদ ভারতে সেমিকন্ডাক্টরের চাহিদা ১১ হাজার কোটি ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে, যা বিশ্বের মোট চাহিদার ১০ শতাংশ। গৌরাঙ্গলাল বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যেখানে অত্যাধুনিক চিপ উৎপাদন প্রযুক্তি আনতে চাইছে, সেখানে ভারত ম্যাচিউর চিপ আনতে আগ্রহী। অভ্যন্তরীণ পর্যায়ে বড় বাজারের পাশাপাশি ভারতে বিপুল ইঞ্জিনিয়ার রয়েছে বলেও জানান তিনি। এসব ইঞ্জিনিয়ার বিদেশী বিনিয়োগকারীদের ভারতে আসার জন্য আকর্ষণ করতে পারবেন এবং স্থানীয় ইলেকট্রনিক খাতকে এগিয়ে নিতে সাহায্য করবেন।

তিনি বলেন, ভারত শুধু টেলিভিশনে বহুল ব্যবহূত এলসিডি ডিসপ্লে প্রযুক্তির বিষয়েই ভাবছে না, পাশাপাশি উচ্চমানের অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (ওএলইডি) ডিসপ্লে উৎপাদনের বিষয়েও কাজ করছে। ধরনের ডিসপ্লে প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন ক্যাটাগরিতে ভালো প্রভাব বিস্তার করতে পেরেছে। গৌরাঙ্গলাল দাসের মতে, হাজার কোটি ডলার বিনিয়োগের মাধ্যমে ভারতে সম্পূর্ণ স্থিতিশীল সরবরাহ ইকোসিস্টেম তৈরি করাই মূল উদ্দেশ্য। দুটি চিপ দুটি ডিসপ্লে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য হাজার কোটি ডলার ব্যয় হবে। ইলেকট্রনিকস খাতের জন্য ৭০০ কোটি ডলার ব্যয় হবে। এটি ফক্সকন আইফোনের অ্যাসেম্বলার পেগাট্রনের মতো কাজ করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫