তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ, ন্যাটোর মহাসচিব

প্রকাশ: জুন ১৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা ও তুরস্কের নিরাপত্তা উদ্বেগ বৈধ বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ। গতকাল রোববার ফিনল্যান্ড সফরকালে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। খবর রয়টার্স

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়ায় ন্যাটোতে যোগ দিতে গত মাসে আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু দেশ দুটির আবেদনের বিরোধিতা করে তুরস্ক। দেশটি বলছে, কুর্দি জঙ্গি ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছে তারা। সমর্থনের পাশাপাশি আশ্রয় দেয়ার অভিযোগও করেছে আঙ্কারা। 

তুরস্কের এমন অভিযোগ ও নিরাপত্তা উদ্বেগ বৈধ হিসেবে মনে করেন ন্যাটোর মহাসচিব। তিনি বলেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে কৃষ্ণ সাগরে কৌশলগত অবস্থানের কারণে তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ মিত্র। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার অভিযানের বিরোধিতা করে কিয়েভকে সমর্থন দিয়ে আসছে এরদোগান সরকার। সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরো বলেন, আমাদের মনে রাখতে হবে যে কোনো ন্যাটোর মিত্রের চেয়ে তুর্কিরাই সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫