মার্কেন্টাইল ব্যাংকের বন্ড প্রস্তাবে বিএসইসির সম্মতি

প্রকাশ: মে ২৬, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ড প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল তথ্য জানিয়েছে ব্যাংকটি।

তথ্যমতে, মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ড নামে বন্ডের ৫০০ কোটি টাকার মধ্য ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে উত্তোলন করা হবে। অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য হাজার টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তাদের অতিরিক্ত টায়ার- মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে টাকা ৪৬ পয়সা, যা এর আগের বছরে ছিল টাকা ১৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সায়।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৪৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৯ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল মার্কেন্টাইল ব্যাংক শেয়ারের সর্বশেষ সমাপনী দর ছিল ১৪ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১২ টাকা ৫০ পয়সা থেকে ২০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত দশমিক ২৫, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা দশমিক ২৭।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫