দুই কোম্পানির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ: মে ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের দুই কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোট ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বিএসইসি। এর মধ্যে এনভয় টেক্সটাইলস ২০০ কোটি টাকা আলিফ ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে। গতকাল বিএসইসির ৮২৪তম কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনভয় টেক্সটাইলস বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে পাওয়ার প্লান্টের যন্ত্রপাতি ক্রয় এবং ঋণ পুনঃঅর্থায়ন করবে।

অন্যদিকে আলিফ ইন্ডাস্ট্রিজ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে তালিকাভুক্ত একটি কোম্পানির অংশীদারত্ব গ্রহণ, ওই কোম্পানির ব্যাংক দায় পরিশোধ, ওই কোম্পানির মেশিনারি ক্রয়, ওয়ার্কিং ক্যাপিটাল বন্ড ইস্যুসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে। বন্ড দুটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫