গাজীপুরে স্কয়ার ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

প্রকাশ: মে ২৩, ২০২২

বণিক বার্তা অনলাইন

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় কারখানার নতুন একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,কালিয়াকৈর উপজেলার স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার এলভিপি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও মির্জাপুরের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় মির্জাপুর, টাঙ্গাইলের সখিপুর ও ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার থেকে আরো ১২টি ইউনিট যুক্ত করা হয়।

স্টেশন মাস্টার বলেন, আগুন নিয়ন্ত্রণে এ মুহূর্তে ১৬টি ইউনিট কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে পরবর্তীতে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।




সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫