ভোরের কাগজ প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

প্রকাশ: মে ২৩, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা হয়েছে। গতকাল দুপুরে ভোরের কাগজ পাঠক ফোরামের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন প্রতিবাদ কর্মসূচিতে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ভোরের কাগজের প্রতিনিধি সৈয়দ রিয়াজ আহমেদ অপুসহ স্থানীয় সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার শীর্ষ মাদক কারবারি আরফানুল হক রিফাত এখন নৌকার কাণ্ডারি শিরোনামে সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচজনকে আসামি করে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রিফাত, যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ২০১৮ সালের জানুয়ারিতে মাদকবিরোধী অভিযানের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত মাদক কারবারির তালিকায় রিফাতের নাম শীর্ষে ছিল। সাংবাদিক নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫