ইউক্রেনকে আরো অর্থ সহায়তার ঘোষণা জি-৭ জোটের

প্রকাশ: মে ২২, ২০২২

বণিক বার্তা অনলাইন

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭ ইউক্রেনকে আরো প্রায় ২ হাজার কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনের আত্মরক্ষায় এসব অর্থ ব্যয় হবে বলে জানায় সংস্থাটি। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

এপির প্রতিবেদনে বলা হয়, জোটের নেতারা ইউক্রেনকে ১ হাজার ৯৮০ কোটি ডলার সহায়তা দিতে একমত হয়েছেন। জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার সাংবাদিকদের বলেছেন, চলতি সপ্তাহে জার্মানির কোয়েনিগসউইন্টারে জি-৭’র অর্থমন্ত্রীদের বৈঠকে ৯৫০ কোটি ডলার অর্থ সংগ্রহ করা হয়। 

লিন্ডনার বলেন, ইউক্রেনকে দেয়া আর্থিক সহায়তা দেশটির আত্মরক্ষার জন্য। এ অর্থ ইউক্রেনকে আরো শক্তিশালী করবে। ইউক্রেনের সরকার তার দেশের নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে সাহায্য করবে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫