সুন্দরবনে বাঘের থাবায় মৌয়াল নিহত

প্রকাশ: মে ২২, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, সাতক্ষীরা

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছেন। গতকাল শনিবার সুন্দরবনের সীমান্ত সংলগ্ন নোটাবেকি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মৌয়ালের নাম কাওসার গাইন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের রাজ্জাক গাইনের ছেলে।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম জানান, বৈধ পাস নিয়ে গত বৃহস্পতিবার সুন্দরবনের মধু আহরণে যান কাওসার গতকাল নোটাবেকি খাল এলাকায় মধু আহরণ করার সময় হঠাৎ বাঘের আক্রমণের শিকার হন। তবে এখনও তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। 

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম জানান, বাঘের আক্রমণে কাউসার গাইন নামে এক বনজীবী নিহত হওয়ার খবর পেয়েছি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে ২৫ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বুড়িগোয়ালিনী রেঞ্জ কর্মকর্তা আবু হাসান জানান, মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমনে কাওসার আলী নামে এক মৌয়াল নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তার মরদেহ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নিহত মৌয়ালের মরদেহ উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫