বিসিক কেমিক্যাল শিল্প পার্কে প্লট বরাদ্দ আগামী বছর —শিল্পমন্ত্রী

প্রকাশ: মে ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

আগামী বছরের জুন নাগাদ মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্পপার্কের প্লট বরাদ্দ দেয়া হবে। গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতী নদীর তীরে অবস্থিত কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।

সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুনের ভেতর মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্প পার্কের প্লট বরাদ্দ দেয়া হবে। বিসিক কেমিক্যাল শিল্পপার্ক মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। এরই মধ্যে বিসিক এপিআই শিল্প পার্ক বাস্তবায়িত হয়েছে। ফলে মুন্সীগঞ্জ জেলা মাল্টিসেক্টরাল শিল্প হাব হিসেবে গড়ে উঠবে। মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে চার লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে শিল্পপার্ক।

বিসিক চেয়ারম্যান বলেন, বিসিক কেমিক্যাল শিল্পপার্ক হবে পরিবেশবান্ধব। এখানে আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থাসহ সব আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫