এবি ব্যাংক পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন শেষ হচ্ছে আজ

প্রকাশ: মে ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক লিমিটেডের পারপেচুয়াল বন্ডে সাধারণ বিনিয়োগকারীদের সাবস্ক্রিপশন শেষ হচ্ছে আজ। গত ৩০ জানুয়ারি শুরু হওয়া সাবস্ক্রিপশনে ৬০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০০তম কমিশন সভায় এবি ব্যাংকের ৬০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের অনুমোদন দেয়া হয়। বন্ডটির বৈশিষ্ট্য হলো এটি হস্তান্তরযোগ্য, আনসিকিউরড, নন-কিউমিউলেটিভ, কন্টিনজেন্ট কনভার্টিবল। বন্ডটির ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট বাকি ৬০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য হাজার টাকা। বন্ডটির কুপন হার শতাংশ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।

বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক এডিশনাল টায়ার-ওয়ান মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট প্রাইভেট অফার উভয় ক্ষেত্রে বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন হাজার টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। অ্যারেঞ্জার ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড এবং আন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করবে বিএমএসএল ইনভেস্টমেন্টস লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫