আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম

প্রকাশ: মে ২২, ২০২২

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে বেড়েছে তামার দাম। মূলত শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে ধাতুটির চাহিদায় ইতিবাচক পরিস্থিতি দাম বাড়াতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

বিশ্লেষকরা জানান, মর্টগেজ রেট বৃদ্ধি নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরোপিত লকডাউন কিছুটা শিথিল হওয়ায় তামার চাহিদা বাড়ছে। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দশমিক শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে হাজার ৪২২ ডলারে।

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ধাতুটির দাম শতাংশ বেড়েছে। এপ্রিলের শুরুর দিকের পর এবারই প্রথম সাপ্তাহিক দাম বাড়ল।

তথ্য বলছে, মার্চের শুরু থেকে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত তামার দাম প্রায় ১৫ শতাংশ কমেছিল। মূলত করোনার কারণে চীনের বাজারে চাহিদা না থাকায় পণ্যটির বাজারদরে ধস নামে।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে জুন সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭১ হাজার ৯০০ ইউয়ানে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫