দুই বছরে প্রথম তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ কমেছে

প্রকাশ: মে ২২, ২০২২

বণিক বার্তা ডেস্ক

তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ কমে গেছে। এপ্রিলে দেশটির রফতানি ক্রয়াদেশ গত ২৫ মাসের মধ্যে প্রথমবারের মতো নিম্নমুখী হয়েছে। চীনে দীর্ঘায়িত লকডাউন এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এক্ষেত্রে অবদান রেখেছে। খবর রয়টার্স।

তাইওয়ানের রফতানি ক্রয়াদেশ কমে যাওয়ার বিষয়টি বৈশ্বিক প্রযুক্তি চাহিদায় মন্দাকে নির্দেশ করছে। দেশটির মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্স জানিয়েছে, এপ্রিলে রফতানি ক্রয়াদেশ অপ্রত্যাশিতভাবে এক বছর আগের তুলনায় দশমিক শতাংশ কমে হাজার ১৯০ কোটি ডলারে পৌঁছেছে। ২০২০ সালে কভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর থেকে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এটি প্রথমবারের মতো পতন হলো।

গত বছরের একই সময়ের তুলনায় টেলিযোগাযোগ পণ্যের ক্রয়াদেশ ২১ দশমিক শতাংশ কমেছে। চীনের দীর্ঘায়িত লকডাউনের কারণে ক্রয়াদেশ ব্যাপক হারে কমে গেছে। যদিও সময়ে ইলেকট্রনিক পণ্যের ক্রয়াদেশ দশমিক শতাংশ বেড়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫