শার্পের শতাধিক পেটেন্ট ক্রয় অপোর

প্রকাশ: মে ২১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

অন্য ব্র্যান্ডের নতুন অনেক পেটেন্ট সম্প্রতি ক্রয় করতে দেখা গিয়েছে অপোর। সর্বশেষ শার্পের প্রায় শখানেক পেটেন্ট অধিগ্রহণ করেছে চীনা প্রযুক্তি কোম্পানিটি। এর মধ্যে রয়েছে ওয়্যারলেস কমিউনিকেশন থেকে ভিডিও কোডিংয়ের মতো অগ্রসর প্রযুক্তি। খবর গিজমোচায়না।

২০২১ সালের দিকে ক্রস লাইসেন্সিং চুক্তির আওতায় দীর্ঘদিনের পেটেন্ট বিরোধের ইতি টেনেছে কোম্পানি দুটি। সর্বশেষ শার্পের বেশ কয়েকটি পেটেন্ট নিজেদের করে নিয়েছে চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি।

আইটিহোমের প্রতিবেদনে বলা হয়, ওয়্যারলেস কমিউনিকেশন সম্পৃক্ত যুক্তরাষ্ট্রে নথিভুক্ত অনেক পেটেন্ট কিনেছে অপো। এছাড়া চারটি ভিডিও কোডিং পেটেন্ট কিনেছে তারা। গত বছর থেকেই পেটেন্ট ক্রয়ের দিকে মনোযোগ বাড়িয়েছে অপো।

২০২১ সালের মে মাসে জিটিই থেকে অন্তত ৪৭টি ওয়্যারলেস কমিউনেকশনস পেটেন্ট কিনেছে অপো। যেগুলো বেস স্টেশন, টার্মিনাল, নেটওয়ার্ক ওয়্যারলেস কমিউনিকেশনসংক্রান্ত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫