ঢাকা বিশ্ববিদ্যালয়

পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ

প্রকাশ: মে ২১, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় পালি বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ বিদায় সংবর্ধনা গতকাল পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত পালি বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নবীনবরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক . মুহাম্মদ সামাদ। বিভাগীয় চেয়ারপারসন . নীরু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক . আবদুল বাছির, বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক . সুকোমল বড়ুয়া এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অণুজীব বিজ্ঞান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত বিভাগের নবীনবরণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক . এএসএম মাকসুদ কামাল। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক . আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক . একেএম মাহবুব হাসান এবং অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক . মো. মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক . মারুফা জেরিন আখতার ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫