জুন থেকে বাড়ছে মালয় পাম অয়েলের দাম ও রফতানি কর

প্রকাশ: মে ২১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

জুনে অপরিশোধিত পাম অয়েলের জন্য রফতানি কর শতাংশ নির্ধারণ করেছে দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রফতানিকারক দেশ মালয়েশিয়া। একই সময়ে পাম অয়েলের রফতানি মূল্যও বাড়িয়েছে দেশটি। গতকাল মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এমনটা জানা যায়। খবর বিজনেস রেকর্ডার।

জুনে রফতানির জন্য প্রতি টন পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে হাজার ৮১৬ রিঙ্গিত ০৫ সেন ( হাজার ৫৫২ ডলার ৬৩ সেন্ট) মে মাসে সরবরাহের জন্য প্রতি টন মালয়েশিয়ান অপরিশোধিত পাম অয়েলের দাম ছিল হাজার ৭৫৯ রিঙ্গিত ২২ সেন।

দেশটিতে অপরিশোধিত পাম অয়েলের জন্য রফতানি কর কাঠামো শুরু হয় শতাংশ থেকে। প্রতি টন পাম অয়েল হাজার ২৫০ থেকে হাজার ৪০০ রিঙ্গিত পর্যন্ত দরে পরিমাণ রফতানি কর পরিশোধ করতে হয়। তবে প্রতি টন অপরিশোধিত পাম অয়েলের দর হাজার ৪৫০ রিঙ্গিত ছাড়িয়ে গেলে রফতানি কর পরিশোধ করতে হয় শতাংশ।

এক বিবৃতিতে মালয়েশিয়ার কমোডিটি মন্ত্রণালয় জানায়, তারা - শতাংশ পর্যন্ত রফতানি কর নির্ধারণের কার্যকারিতা পর্যালোচনা করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫