পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

প্রকাশ: মে ১৯, ২০২২

বণিক বার্তা অনলাইন

পাম অয়েল রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। আগামী সোমবার থেকে এটি কার্যকর হবে বলে জানায় দেশটি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট জোকো উইডোডো। খবর রয়টার্স।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট বলেন, আগামী ২৩ মে থেকে অপরিশোধিত পামঅয়েল (সিপিও) রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

গতমাসে স্থানীয় বাজারে পাম ওয়েল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া (১ ডলার ৩৫ সেন্ট) ছাড়িয়ে যায়। দাম কমিয়ে আনতে ২৮ এপ্রিল থেকে পণ্যটির রফতানি বন্ধ করে দেয় দেশটি। লিটার প্রতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৪ হাজার রুপিয়া (৯৬ সেন্ট)। 

আজ প্রেসিডেন্ট জোকো উইডোডো বলেছেন, এখনো সেই লক্ষ্যমাত্রায় নেমে না আসলেও পাম ওয়েল শিল্পের ১ কোটি ৭০ লাখ শ্রমিকের কল্যাণ বিবেচনা করে রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। নিষেধাজ্ঞার পর গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫