মানিকগঞ্জে জব্দ ১০ হাজার লিটার তেল, দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবৈধভাবে মজুদ করা ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় তেল মজুদ ও বেশি দামে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার ধল্লা বাজারের আলতাফ স্টোরে এ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ধল্লা বাজারের আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুদের সন্ধান পাওয়া যায়। ঈদের আগে কেনা বিভিন্ন ব্র্যান্ডের ১, ২ ও ৫ লিটারের বোতলজাত সয়াবিনের ৩ হাজার ৫০০ লিটার তেল গুদামে পাওয়া যায়। 

তিনি বলেন, ৫ লিটারের বোতলজাত তেল খুলে ড্রামে ভরে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায় প্রায় ৬ হাজার ৫০০ লিটার তেল। ২ লিটারের বোতলজাত তেলের ৩৩৪ টাকা মূল্য থাকা সত্বেও ৩৮০ টাকায় ক্রেতাদের কাছে বিক্রয় করার সময় হাতেনাতে ধরা হয়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। আর জব্দ করা তেলগুলো উপস্থিত ভোক্তাদের মাঝে আগের দামে বিক্রি করা হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫