জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পি কে হালদারকে ফেরাতে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা

প্রকাশ: মে ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

ভারতে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। 

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। নামে-বেনামে যারা দেশের অর্থ বাইরে পাচার করে তারা আসলে দেশের শত্রু। এদের ধরে দেশে নিয়ে আসতে হবে। পি কে হালদারের মতো দেশে ধরে নিয়ে আসার দুয়েকটি ঘটনা ঘটলে তা ভালো দৃষ্টান্ত হবে।

এর আগে আজ দুপুরে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয় বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের সঙ্গে জড়িত পি কে হালদার। দেশটির অর্থ সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে গ্রেফতার করে। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫