শপথ নিলেন শ্রীলংকার নতুন চার মন্ত্রী

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকারে চার মন্ত্রী শপথ নিয়েছেন। আজ শনিবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের উপস্থিতিতে তারা শপথ নেন। স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফার্স্ট এ তথ্য জানিয়েছে।

চার মন্ত্রীর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে দীনেশ গুণাবর্ধনেকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক জিএল পিরিসকে। নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে প্রসন্ন রানাতুঙ্গাকে। আর বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কাঞ্চনা উইজেসেকারা।

প্রতিবেদনে বলা হয়, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা নির্বাচন না হওয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫