আগামী বছর এশিয়া কাপ ফুটবল আয়োজন করছে না চীন

প্রকাশ: মে ১৪, ২০২২

ক্রীড়া ডেস্ক

কভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে চীনের হাংঝৌতে এ বছর এশিয়ান গেমস স্থগিত করার পর এবার ২০২৩ সালের এশিয়া কাপ ফুটবল আয়োজন থেকেও সরে এলো চীন।

 

২৪ দলের আসরটি চীনের দশটি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী বছর জুনে। যদিও করোনা মহামারী শুরুর পর থেকে এ মুহূর্তে চীন সবচেয়ে খারাপ সময় পার করছে বলে এই আসরটি আয়োজন থেকে সরে এলো তারা।

 

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আজ এক বিবৃতিতে জানায়, কভিড-১৯ এর কারণে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতির বিষয়টি স্বীকার করছে এএফসি, যে কারণে চীন আয়োজক স্বত্ব পরিত্যাগ করেছে।

 

চীন সরে দাঁড়ানোয় এশিয়া কাপ কোন দেশ আয়োজন করবে তা নিয়ে শিগগিরই বিস্তারিতভাবে সবকিছু জানিয়ে দেবে এএফসি।

 

এশিয়া কাপের অন্যতম ভেন্যু শহর সাংহাই। এ শহরে গত অক্টোবরে পুডং ফুটবল স্টেডিয়াম উন্মোচন করা হয়। করোনার কারণে সাংহাইতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতি কবে নাগাদ শেষ হবে তার নিশ্চয়তা নেই বলেই চীন এই আয়োজন থেকে সরে এলো।

 

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন কাতার। ২০১৯ সালে শিরোপা জিতে নেয় তারা।       

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫