কভিড-১৯

মৃত্যুহীন দিনে শনাক্ত ২২

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৪জন এবং চট্টগ্রাম বিভাগের আটজন শনাক্ত হয়েছেন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

নতুন করে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২২০ জন রোগী। সবশেষ গত ২০ এপ্রিল দেশে কভিড রোগে একজনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। এরপর টানা ২৪ দিনে কারো মৃত্যু হয়নি। নতুন করে প্রাণহানি না হওয়ায় মোট মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। এখন পর্যন্ত ২৯ হাজার ১২৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন চলমান মহামারীতে। মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন। এছাড়া সুস্থ মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ৩ হাজার ৯৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫