সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন আল জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন। দীর্ঘদিনের শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মৃত্যুর একদিন পর তার স্থলাভিষিক্ত হলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ডব্লিওএএমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ডব্লিউএএম বলছে, আরব আমিরাতের শেখদের শাসিত সাতটি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের বৈঠকে নতুন প্রেসিডেন্টকে নির্বাচিত করেছেন। 

শেখ মোহাম্মদকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয়। তিনি পশ্চিমা দেশগুলোর কাছে ‘এমবিজেড’ নামে ব্যাপক পরিচিত।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫