বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা আজ

প্রকাশ: মে ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতার স্বাধীন নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সম্পাদক পরিষদ। আজ শনিবার বেলা ৩টায় রাজধানীর তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।

সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি কে আজাদ, সম্পাদক পরিষদের সহসভাপতি দ্য নিউ এজের সম্পাদক নূরুল কবীর, সহসভাপতি ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু।

উল্লেখ্য, প্রতি বছর মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দেশে ওই সময় ঈদের ছুটি থাকায় ১৪ মে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেয় সম্পাদক পরিষদ।

চলতি বছর বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ছিল জার্নালিজম আন্ডার ডিজিটাল সিজ বা ডিজিটাল নজরদারিতে সাংবাদিকতা। ডিজিটাল নজরদারি আক্রমণের মুখে বিশ্বজুড়ে সাংবাদিকতা যে হুমকি মোকাবেলা করছে, সে বিষয়টিকে প্রাধান্য দিয়েই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫