আগস্ট পর্যন্ত বেতন পাবেন আইকিয়ার রুশ কর্মীরা

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে আইকিয়া। তবে দেশটিতে থাকা কর্মীদের এখনো বেতন দিয়ে যাচ্ছে সুইডিশ প্রতিষ্ঠিত ফার্নিচার বিক্রেতা প্রতিষ্ঠানটি। সম্প্রতি আইকিয়া স্টোরের মালিকানা প্রতিষ্ঠান ইংকা গ্রুপ দেশটিতে থাকা প্রায় ১২ হাজার কর্মীকে বেতন দেয়ার সময়কাল বাড়িয়েছে। খবর রয়টার্স।

ইংকা গ্রুপের রিটেইল বিভাগের ব্যবস্থাপক টোলগা ওনসু বলেন, আগামী আগস্ট পর্যন্ত আইকিয়ার রুশ কর্মীদের বেতন দেয়া হবে। পরবর্তী সময়ে সময়কাল আরো বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত মার্চের শুরুতে বিশ্বের বৃহত্তম ফার্নিচার ব্র্যান্ড সরবরাহ ব্যবস্থা ব্যাহত এবং চ্যালেঞ্জিং বাণিজ্য পরিস্থিতির কারণ উল্লেখ করে অস্থায়ীভাবে রাশিয়ায় থাকা দোকান বন্ধের ঘোষণা দেয়া হয়। পাশাপাশি রুশ পণ্য ব্যবহারও বন্ধের কথা জানায় প্রতিষ্ঠানটি। সে সময় সংস্থাটি জানিয়েছিল, রাশিয়ায় থাকা আইকিয়ার কর্মীদের কমপক্ষে মে মাস পর্যন্ত রুবলে বেতন পরিশোধ করা হবে।

ইউক্রেনে আক্রমণ এবং ফলস্বরূপ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় কার্যক্রম স্থগিত করেছে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো। অনেক প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য দেশটিতে কার্যক্রম বন্ধের ঘোষণাও দিয়েছে। ম্যাকডোনাল্ড রেনোঁসহ কয়েকটি প্রতিষ্ঠান আপাতত রুশ কর্মীদের বেতন দেয়া অব্যাহত রাখার কথা জানিয়েছে। যদিও কার্যক্রম স্থগিতের প্রতিক্রিয়ায় রাশিয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বাজেয়াপ্ত করে জাতীয়করণের হুঁশিয়ারি দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫