মার্চে জাপানের পারিবারিক ব্যয় ২.৩ শতাংশ কমেছে

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

জাপানে প্রকৃত পারিবারিক ব্যয় আবারো নিম্নমুখী হয়েছে। মার্চে ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় দশমিক শতাংশ কমেছে। নিয়ে তিন মাস পর বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পারিবারিক ব্যয় নিম্নমুখী হয়েছে। ইউক্রেন সংকটে পণ্যের দাম বেড়ে যাওয়ায় খাদ্যের পেছনে ব্যয় কমিয়ে দিয়েছেন দেশটির ভোক্তারা। খবর কিয়োদো নিউজ।

জাপানের ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, দুই বা ততোধিক লোকের পরিবারের বার্ষিক গড় ব্যয় লাখ হাজার ২৬১ ইয়েনে পৌঁছেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে জ্বালানি, খাদ্য অন্যান্য পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। ফলে মার্চে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম দশমিক শতাংশ বেড়েছে। হার গত দুই বছরের মধ্যে সবচেয়ে দ্রুততম বৃদ্ধি।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পারিবারিক ব্যয়ের বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে দাম বৃদ্ধির কারণে ব্যয় কমেছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। কারণ এক্ষেত্রে কভিডজনিত বিভিন্ন বিষয় দায়ী হতে পারে।

কিছু অর্থনীতিবিদ আশঙ্কা করেন, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে উচ্চ জীবনযাত্রার খরচের বিষয়টি ভোক্তাদের ব্যয়ে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধিও কমে যেতে পারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫