বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক উড়োজাহাজ আনতে যাচ্ছে রোলস-রয়েস

প্রকাশ: মে ১৪, ২০২২

বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক উড়োজাহাজ চালু করতে অনেক দূর এগিয়েছে রোলস-রয়েস। ২০২৩-২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ বৈদ্যুতিক উড়োজাহাজ বাণিজ্যিকভাবে চালু করতে সক্ষম হবে বলে জানিয়েছে ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এরই মধ্যে রোলস-রয়েসের ক্ষুদ্রাকৃতির বৈদ্যুতিক উড়োজাহাজ গতির ক্ষেত্রে দুটি বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। বৈদ্যুতিক প্রপালশন সিস্টেমে পরিচালিত উড়োজাহাজ গাড়ি নির্মাণে অনেক আগে থেকেই অ্যারোস্পেস কোম্পানির সঙ্গে অংশীদারত্ব রয়েছে প্রতিষ্ঠানটির। রোলস-রয়েসের উড়োজাহাজে ৪০০ কিলোওয়াটের পাওয়ারট্রেন ব্যবহার করা হচ্ছে। এটি দিয়ে উড়োজাহাজটির আলোকসজ্জাসহ মোটর ইনভার্টার পরিচালিত হবে। একবার চার্জে প্রায় ৩২০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা যাবে, যা লন্ডন প্যারিসের মধ্যকার দূরত্বের সমান। নিক্কেই এশিয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫