জর্ডানে পোশাক খাত নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: মে ১৪, ২০২২

জর্ডানের পোশাক মালিকদের সংগঠন (জেজিএটিই), পোশাক কারখানার মালিক, নিয়োগকারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সেমিনারের আয়োজন করে জর্ডানের বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি দূতাবাসের সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জেজিএটিইর চেয়ারম্যান, সিইও, পরিচালনা পর্ষদের সদস্য, বিভিন্ন পোশাক কারখানার মালিক তাদের প্রতিনিধি এবং নিয়োগকারীরা সেমিনারে অংশগ্রহণ করেন। 

সময় রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, জর্ডানে বাংলাদেশী পোশাক শ্রমিকরা বাংলাদেশ জর্ডানের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে বাংলাদেশেও জর্ডানের শ্রমবাজার সম্পর্কে একটি উন্নত ধারণা তৈরি হয়েছে। তিনি কভিডকালীন জর্ডান থেকে একজন শ্রমিককেও বাধ্যতামূলক ফেরত না পাঠানোর বিষয়ে দূতাবাসের অনুরোধ রক্ষা করায় কোম্পানিগুলোকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ শ্রমবাজার সম্প্রসারণে বাংলাদেশ বদ্ধপরিকর।  বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫