মেক্সিকোয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ: মে ১৪, ২০২২

মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস সম্প্রতি টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে ক্যাম্পাসে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনুষদরা সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের পাশাপাশি তার স্বপ্নের সোনার-বাংলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫