তিন মাসের সর্বনিম্নে অপরিশোধিত চিনির দাম

প্রকাশ: মে ১৪, ২০২২

বণিক বার্তা ডেস্ক

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে অপরিশোধিত চিনির দাম তিন মাসের সর্বনিম্নে পৌঁছেছে। অপরিশোধিত তেলের দাম কমে আসা ডলারের দর বাড়ায় এমনটা দেখা যায়। যদিও সময়ে পণ্যটির শীর্ষ উৎপাদক ব্রাজিলের মন্দার কারণে সরবরাহ কমে আসার কথা শোনা যায়।

বৃহস্পতিবার জুলাইতে সরবরাহের জন্য অপরিশোধিত চিনির দাম দশমিক শতাংশ কমেছে। সময় প্রতি পাউন্ড চিনির দাম দাঁড়ায় ১৮ দশমিক ৩২ সেন্ট। পাশাপাশি আগস্টে সরবরাহের জন্য ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে সাদা চিনির দামও কমে এসেছে। সময় প্রতি টন সাদা চিনির দাম দশমিক শতাংশ কমে দাঁড়ায় ৫১১ ডলার ৮০ সেন্ট।

কমোডিটি ট্রেডার লুইস ড্রেফাস আশা করছে, ব্রাজিলে ইথানল উৎপাদনের একটি শক্তিশালী পরিবর্তনের ফলে চিনির উৎপাদন কমে আসবে। সময় সেন্টার-সাউথে চিনির উৎপাদন নেমে আসতে পারে কোটি ৯০ লাখ টনে।

সম্প্রতি এক প্রতিবেদনের মাধ্যমে ব্রাজিলের চিনি শিল্পসংক্রান্ত প্রতিষ্ঠান ব্রাজিলিয়ান সুগারক্যান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (ইউএনআইসিএ) জানায়, এপ্রিলের দ্বিতীয়ার্ধে দেশটির চিনির উৎপাদন লাখ ৩৪ হাজার টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৩৮ দশমিক শতাংশ কম। ব্রাজিলের মিলগুলো ইথানল চিনি উভয় ধরনের পণ্য উৎপাদনে আখের ব্যবহার করে। ফলে দেশটিতে ইথানলের উৎপাদন বাড়লে চিনির উৎপাদন কমে আসবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫