বিদেশী বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি বেড়েছে

প্রকাশ: মে ১২, ২০২২

নিজস্ব প্রতিবেদক

গতকাল বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণও কমেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক লেনদেন কমেছে। মূলত বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রভাবেই গতকাল পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর পর সোয়া ঘণ্টা ঊর্ধ্বমুখী ছিল সূচক। এর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইএক্স। শেষ পর্যন্ত দিনশেষে ৭৪ পয়েন্ট হারিয়ে সূচকটি হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিনশেষে যা ছিল হাজার ৬৬৬ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, এসিআই লিমিটেড গ্রামীণফোনের শেয়ারের।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শ্রীলংকা সংকটের প্রভাবে বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে তহবিল তুলে নেয়ার প্রবণতা বেড়েছে। কারণে গতকাল পুঁজিবাজারে বিদেশীদের শেয়ার বিক্রি বেড়েছে। পাশাপাশি প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীদের মধ্যেও শেয়ার বিক্রির প্রবণতা দেখা গেছে। এছাড়া গত কয়েকদিন ধরে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও (আইসিবি) শেয়ার বিক্রি করেছে বেশি। সব মিলিয়ে এসব কারণেই গত দুদিন ধরে পুঁজিবাজার নিম্নমুখী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫