ম্যাক্স পেইন পুনর্নির্মাণ করবে রিমেডি ও রকস্টার

প্রকাশ: এপ্রিল ১১, ২০২২

বণিক বার্তা ডেস্ক

একসময়ের বহুল জনপ্রিয় কম্পিউটার গেম ম্যাক্স পেইন সিরিজ পুনর্নির্মাণ করতে যাচ্ছে রিমেডি রকস্টার গেমস। তবে সিরিজের প্রথম দুটি ভার্সনেই শুধু আপডেট আনা হবে বলে প্রতিষ্ঠান দুটি সূত্রে জানা গিয়েছে। একাধিক প্লাটফর্মে গেম দুটি খেলা যাবে। খবর গ্যাজেটসনাউ।

দুটি স্টুডিওই নতুন প্রকাশনা চুক্তির অধীনে কম্পিউটার, প্লেস্টেশন এবং এক্সবক্স সিরিজ এক্স এসের জন্য গেম দুটির উন্নয়নে কাজ করবে। গেমগুলোর টাইটেল হলো ম্যাক্সপেইন ওয়ান এবং ম্যাক্স পেইন টু: দ্য ফল অব ম্যাক্স পেইন। চুক্তির অধীনে রকস্টার আর্থিকভাবে সহায়তা করবে এবং রিমেডি উন্নয়নসংক্রান্ত কার্যক্রম দেখভাল করবে।

রিমেডি এন্টারটেইনমেন্ট এর আগে তাদের নিজস্ব নর্থলাইট গেম ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে কন্ট্রোল অ্যালান ওয়েক টু এর উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। ম্যাক্স পেইন পুনর্নির্মাণেও একই ইঞ্জিন ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। ক্ল্যাসিক গেমটিও রকস্টার গেমসের সঙ্গে চুক্তির অংশ। ম্যাক্স পেইন -এর উন্নয়নেও কাজ করছে রকস্টার। গেম দুটি রিমেডির সর্বাধুনিক ইঞ্জিন ব্যবহারের মাধ্যমে পুনর্নির্মাণ করা হলেও প্রকল্পে ট্রিপল এর মতো বড় বিনিয়োগ থাকবে বলে ধারণা করা হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫