ফি বকেয়া থাকলে ডিপিদের আইপিও সুবিধা স্থগিত

প্রকাশ: এপ্রিল ০৭, ২০২২

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনাকারী যেসব ডিপোজিটরি অংশগ্রহণকারী (ডিপি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম (সিডিএস) বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি দীর্ঘদিন ধরে বকেয়া রেখেছে তাদের আইপিও কোটাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা স্থগিত করা হবে। গতকাল -সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বিএসইসি।

নির্দেশনায় বলা হয়েছে, সিডিএস বার্ষিক হিসাব রক্ষণাবেক্ষণ ফি বকেয়া ডিপোজিটরি অংশগ্রহণকারীদের ডিএসইর (ট্রেক হোল্ডারস মার্জিন) রেগুলেশনস ২০১৩ এর রেগুলেশন সিএসইর (ট্রেক হোল্ডারস মার্জিন) রেগুলেশনস ২০১৩ এর রেগুলেনশন এর অধীনে প্রাপ্য ফ্রি লিমিট সুবিধা স্থগিত করা হবে। সংশ্লিষ্ট এক্সচেঞ্জের মালিকানা শেয়ারের বিপরীতে প্রাপ্য লভ্যাংশ স্থগিত থাকবে। যোগ্য বিনিয়োগকারী হিসেবে আইপিও/আরপিওর প্রাপ্য সুবিধা স্থগিত করা হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেক হোল্ডার কোম্পানি ডিপোজিটরি অংশগ্রহণকারীর নিবন্ধন সনদ নবায়ন স্থগিত থাকবে এবং নতুন ব্রাঞ্চ অনুমোদন ডিজিটাল বুথ অনুমোদন স্থগিত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫