বিএসইসির তিন নির্বাহী পরিচালকের দপ্তর পুনর্বণ্টন

প্রকাশ: মার্চ ২১, ২০২২

নিজস্ব প্রতিবেদক

বিএসইসির তিনজন নির্বাহী পরিচালকের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। আজ থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। বিএসইসির এসআরএমআইসি মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক এবং সিএমডিপি- প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের পরিবর্তে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। ক্যাপিটাল ইস্যু বিভাগের নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে ফাইন্যান্সিয়াল লিটারেসি এমআইএস বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে শুধু এমআইএস বিভাগের দায়িত্বে রাখা হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে ক্যাপিটাল ইস্যু মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের তত্কালীন নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমকে ক্যাপিটাল ইস্যু বিভাগ মুখপাত্রের দায়িত্বে বহাল রাখা হয়েছে। সেই সময় মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব ন্যস্ত করা হয় ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমের কাছে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে এসআরএমআইসি এমআইএস বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক সিএমডিপি- প্রকল্পের পরিচালক মো. সাইফুর রহমানকে এমআইএসের পরিবর্তে মার্কেট সার্ভিল্যান্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের দায়িত্ব দেয়া হয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫